আমার কি হইবরে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ মার্চ, ২০১৩, ০৫:৪৪:২৫ বিকাল

একদিন বাংগালী ছিলাম রে
এখন ভাদা হলাম রে
আমার স্বামী সংসার নাইরে
আমার ধর্ম কর্ম নাইরে
আমি চোখের ভাষায় কথা কইরে
আমার মুখের ভাষায় মনুষ্যত্ব নাইরে
বেবাক মিইল্লা দোয়া করবেন আমারে
আমি যেন আবার মানুষ হইরে
দেখতে আমায় যদি পশু মনে হয়রে
আমি কিন্তু বাংলার মতিয়ারে
শেখ মুজিবের চামড়া দিয়ারে
ডুগডুগি বানাইতে চাইছিলামরে
সেই দিন আর নাইরে
এখন আমি ঘোমের ঘোরে
মুজিব মুজিব করিরে
চিন্তা করতাছি এই ভাবে হায়রে
দিনতো যাবেনারে
মইরলে কি হইবরে............
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন