স্বর্ণ বন্ধকের ফাঁদে 'বন্দি জীবন'

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ মার্চ, ২০১৩, ১২:২৯:৩৯ দুপুর

গতবার ছুটিতে গেলাম, বাড়ীর আশেপাশের চিত্র বদলে গেল দেড় দুই বছরে অনেক, রাস্তার দুইপাশে ঝুপড়ি খুপড়ি ভাড়া বাসা দোকানপাট, স্বর্ণের দোকান ও দেখলাম একটা,একটু চোখ রাখলেই দেখবেন অলিগলির ভেতর স্বর্ণের দোকান, যেখানে পান সিগারেটের দোকান চলতে হিমশিম খেতে হয় সেখানে স্বর্ণের দোকান ঝকঝকে তকতকে, মনে মনে প্রশ্ন জাগে এখানে স্বর্ণের দোকান চলে কি করে, বড় ভাইয়াকে প্রশ্ন করলাম এর কারণ কি? ভাইয়া বলল, একটু খোঁজ নিলেই দেখবি ওদের ব্যাবসা আসলে স্বর্ণ না, ওটা জাস্ট সো, ওরা সুদে টাকা ধার দেয় এবং লেনদেনের অফিস ওটা, রীতিমত ব্যাংকিং ব্যাবস্থা এবং বিশাল ওদের নেটওয়ার্ক,মুলত হিন্দুরাই এসবে জড়িত, স্বর্ণ ব্যাবসায় দক্ষ মূলত হিন্দুরায় এবং স্বর্ণ ব্যাবসার ফাঁকে ওরা সুদে টাকা ধার দেয়া নেয়া এই ব্যাবসাটা পাকাপোক্ত করে ফেলেছে তায় বলে মুসলমানরাও পিছিয়ে নেই, বিভিন্ন এনজিও আছে সেখান থেকে লোন নিচ্ছে দিচ্ছে তবে সেটা সরকারের নিয়মের অধীনেই আছে কিন্তু জুয়েলারীর দোকানে যে কারবার সেটা অবৈধ বলা চলে

স্বর্ণ বন্ধকের ফাঁদে 'বন্দি জীবন' : Click this link

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File