====পরী====
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৯, ০১:৫৭:৩৫ দুপুর

একটা পরী আমার ঘরেই থাকে
গুনগুন গুন গান করে সে
জড়িয়ে ধরে মাকে।
ঘুরেঘুরে সারা ঘরময়
ফুলের মতো সুভাসিত
সৌরভ ছড়ায়ে রয়।
মিষ্টি কথায় হাসে
মরুর বুকে ছায়া যেন
সোনা মেঘে ভাসে।
সেই পরীটা আমার ঘরেই থাকে
মনের কোনে সংগোপনে
স্বপ্ন জড়িয়ে রাখে। 
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন