আজ শ্রাবন্তির জন্ম দিন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৬:০০ দুপুর

একটু আগে ফেইসবুকে মা কন্যার একটা ছবি পোষ্ট করে দোয়া চাইল আফসানা আমহেদ। শিরোনাম ছিল আমার কন্যা শ্রাবন্তির জন্য দোয়া করবেন, আজ তার জন্মদিন।

ছবিটা শালিন, পোশাকে একটা ইসলামি ভাবধারার ভাব আছে। মা বসে আছে সোফাতে আর সোফার হাতলে বসে আছে শ্রাবন্তি।

আফসানা আহমেদকে আমি চিনিনা, আমার ফ্রেন্ড লিষ্টেও নেই। তবুও আমি বিষয়টা দেখলাম কেননা আমার ফ্রেন্ড লিষ্টে আছে এমন কেউ যার সাথে আফসানা আহমেদের ফেইসবুক সংযোগ আছে। সে লাইক কমেন্ট দিয়েছে তায় সেই সুত্রে আমার কাছেও চলে এলো জন্ম দিনের দোয়া চাওয়ার আহ্বান।

নিমিষেই দোয়ায় ভরে গেল। মোটামোটি সবার কমেন্ট এর সারমর্ম হলো মা মনিকে অনেক অনেক দোয়া, জীবনে সাফল্য অর্জন কর আল্লাহর কাছে এই ফরিয়াদ।

কিছু ফিমেল আইডি থেকে কমেন্ট এলো অনেক সুইট লাগছে মা মেয়ে দু'জনকেই।

ঘন্টা দু'য়েক এর মধ্যে দেখলাম লাইক আর কমেন্ট এর মধ্যে একটা ভাল কম্পিটিশান চলছে, কমেন্ট পরেছে তেত্রিশ আর লাইক সাতচল্লিশ। সাধারণত লাইক অনেক বেশী থাকে, কিন্তু এই পোষ্ট এ কমেন্ট এর অবস্থান ভাল।

এটা হলো ইসলামি ফেইসবুকিং। পোশাক আশাকে শালিনতা আছে, দোয়া চাওয়া হচ্ছে, সবাই মাশেআল্লাহ বলছে, খুব সুন্দর আর মধুর একটা আবহাওয়া। সকলের উচিত ইসলামি ফেইসবুকিং করা।

আমার হঠাৎ কী মনে হলো যারা লাইক কমেন্ট দিল তাদের সম্পর্কে জানতে চাইল মন। ঘুরে আসলাম সেসব প্রোফইল যারা লাইক কমেন্ট করেছে। কমেন্ট যারা দিয়েছেন তাদের অবস্থান ভালই, তারা ইসলামি ফেইসবুকিং না করলেও শালিন ফেইসবুকিং করেন বলে ধারণা হল তাদের প্রোফাইল দেখে।

তবে যারা লাইক আর হার্ট চিহ্ন দিয়েছে সেখানকার চিত্রটা কিছুটা ভিন্ন। কিছু কিছু ফেইক আইডি মনে হল, আর কিছু মনে হল তারা চেনেনা আফসানা আহমেদকে কিন্তু লাইক দিয়েছে। কারন তাদের ভাল লেগেছে। তাদের যেহেতু ছেলে আইডি তারা লিখতে পারলনা সুইট লাগছে, ছেলে হয়ে এমন কমেন্ট করা সুন্দর দেখায়না।

আমি আরেক ধাপ এগিয়ে সেইসব আইডি থেকে যেসব শেয়ার হয়, আর যেখানে যেখানে লাইক ফলো করা আছে সেসবও দেখলাম। মিয়া খলিফা আর সানি লিওনরাও বাদ যায়নি।

এভাবে সবাই এক হয়ে যায় আফসানা আহমেদ আর মিয়া খলিফারা। বুঝতেও পারেনা দোয়া চেয়ে একটু লাইক কমেন্ট পাবার আকাঙ্খা থেকে কিভাবে খাবার হয়ে হয়ে যায় মিয়া খলিফাদের না পাওয়া খরিদ্দারদের চোখের গহ্বরে।

বিষয়: বিবিধ

৪৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386528
২৮ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:২০
হতভাগা লিখেছেন : নিজেদের প্রেজেন্ট করতেই এরকম করে থাকে। এই যে মেয়েরা বিভিন্ন ফাংশানে যাবার আগে পারলারে সাজতে যায় , ৪/৫ ঘন্টা লাগায় - তা কতটা স্বামীর জন্য?

এরা এমনিতেই নাচুনে বুড়ি, তার উপর ঢোলে বাড়ি মানে ফেসবুকের আগমন হয়েছে। তাদের তো শো-অফ করা লাগবেই।
২৮ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:২৫
318329
বাকপ্রবাস লিখেছেন : কন্যার মারও এখনো খায়েস জায়নাই, কন্যার বার্থ ডের জন্য দোয়া চায় ফেবুতে, ঢং দেখে বমি আসে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File