ছড়াপ্রেম-৩
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৩:২২ দুপুর
ছড়া হোক সাথী আর
প্রতাবাদে হাতিয়ার
ছড়ায় ছন্দ তালে
দিন কাটুক জাতিটার।
ছড়ায় জাগুক প্রাণ
জোয়ান বুড়ো সকলি
ছড়ায় হাসুক শিশু
শুদ্ধ হোক নকলি।
ছড়ায় আনুক জোয়ার
কাজে আর কর্মে
ছড়ায় সৌহার্দ বাড়ুক
জাতি ধর্ম বর্ণে।
ছড়ায় মাতুক সবে
ছড়া হোক হাতিয়ার
ছড়ায় ছন্দে কাটুক
দিন ভাল জাতিটার।
বিষয়: বিবিধ
৪৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন