এক হালি ভুল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১১:১১ দুপুর



ভুল করে হল দেখা ভুলে পরিচয়

ভুল ঢের হয়ে গেছে ভুল আর নয়।

ভুল করে হল তবু ভাব বিনিময়

ভুল করে কেটে গেল কিছুটা সময়।

ভুল বাড়ে ভুল কাড়ে হৃদয় হল ক্ষয়

ভুল ভেঙ্গে বোঝা গেল সব ভুল নয়।

কিছু ভুল, ভুল করে হয় ভুলের জয়

দুই ভুল এক হলে জোড়া ভুল হয়।

দুই ভুল এক ছাদে ঘুরে ঘরময়

চোখের পলকে ভুল বেড়ে তিন হয়

জেনেশুনো হোক ভুল, হোক ভুল চার

চার ভুলে স্থিতি আমাদের সংসার।

বিষয়: বিবিধ

৫৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386432
১৫ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৮:৪৬
হতভাগা লিখেছেন : সামনে যাতে আর ভুল না হয় সেজন্য ই-পিল ব্যবহার করুন।

হঠাৎ করে ভুল না হয়ে যায়
১৮ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৪:১২
318278
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা হা হো হো হো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File