বসন্ত বিলাপ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৭:১৯ বিকাল



কাছে এসো ভালোবাসো গুজে দেব ফুল

বসন্তে মেলে দাও দীঘল কালো চুল

গুণগুণ গান গাও বাতাসে মদীর ঘ্রাণ

বসন্তেই ভুলে যাও বিষাদ অভিমান।

প্রেম নাও প্রেম দাও রং লাগুক মনে

বসন্তের রং হেলায় হারায় কোন জনে

ছবি আঁকো মনেমনে হাতে নাও তুলি

আঁকো ছবি লতাপাতা আঁকো মন খুলি।

হাসো ঠোটে, চোখে মুখে শিহরণ তুলে

লজ্জাবতী জেগে উঠুক ন্যুনতম ছুলে

প্রিয়তমা কাছে আসো তুলে রেখে ধাঁধা

বসন্তে মুছে যাক অপাংক্তেয় বাঁধা।

বিষয়: বিবিধ

৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File