=-=-= হৈ চৈ =-=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫:৪২ দুপুর



হৈহৈ রৈরৈ পাড়া জুড়ে হৈচৈ

টইটই পইপই খোকন সোনা গেল কই।

নেই খানা, বিড়াল ছানা

কাঁধে লাল গামছাখানা

নদীজল টলমল ডোবার জল হল দই।

কাঁচা আম, পাকা জাম

যদু মধু রাম শাম

রোদ মেখে দিনভর হেসেখেলে মেতে রই।

ঘুম এলো রাত্রি

স্বপনের যাত্রি

স্বপ্নের মই বেয়ে আকাশটা ছোবে ঐ।

বিষয়: বিবিধ

৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File