নিঃসঙ্গতা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৬:৩০ দুপুর



লাগছেনা ভাল আর একা একা

সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।

শিশিরে পাতা, পাতায় শিশির সূর্য দেয় আলো

ভাব জমেছে, জমতে জমতে কোথায় হারিয়ে গেলো?

আলোর মাঝেও অন্ধাকার যায়না দেখা তবে

শিশির পাতায় বিচ্ছিন্নতা আলোরই কাজ হবে।

লাগছেনা ভাল আর একা একা

সঙ্গে থাকা, সঙ্গ পাওয়া তোমার কাছেই শেখা।

পাখিদের নেই রুটি, রুজি সারাদিন ঘুরেঘুরে

মিলে দোহে ডালেডালে কিচিরমিচির উড়েউড়ে

সন্ধ্যায় ঘরে ফেরা রাতে বাড়ে ওম

সারা রাত নিশ্চুপ পাখিদের ঘুম।

আমারও মন চায় তুমি আমি পাখি

সাদাকালো হিসেব নিকেশ পাশে ফেলে রাখি।

লাগছেনা ভাল আর একা একা

সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।

বিষয়: বিবিধ

৬২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386408
০৪ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:৫৮
নিমু মাহবুব লিখেছেন : নিঃসঙ্গ কবি।
ভালো লাগল,ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
০৬ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:২৩
318262
বাকপ্রবাস লিখেছেন : নিমু মাহবুব, নামটা খুব পরিচিত ব্লগ ফেইসবুকে কিন্তু ছবি মনে হয় প্রথম দেখলাম। ভাল থাকবেন।
১০ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০২:৫২
318270
নিমু মাহবুব লিখেছেন : https://m.facebook.com/nimumahbub

ফেসবুকে দাওয়াত রইল।
386410
০৪ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০১:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কত একা থাকবেন।
০৬ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:২৩
318263
বাকপ্রবাস লিখেছেন : একা থাকারও একটা মজা আছে সেটাই উপভোগ করছি যতদিন দুকা হওয়া যাচ্ছেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File