=-=-=পুতুল=-=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৯, ০৫:১১:৫২ বিকাল



পুতুলের পা আছে তবু সে চলেনা

মুখ আছে খায়না কথাও বলেনা।

চোখ আছে দেখেনা তাকিয়ে থাকে

চুল আছে সোনালী বেণী করে রাখে।

হাত আছে ধরেনা নাহি শুনে কানে

নাক আছে সাধ্য নেই শ্বাসটাকে টানে।

পুতুলের টাকা নেই একটাই জামা

কে তাকে কিনে দেবে নেই কোন মামা।

শুখে দুঃখে একজনই আছে তার সাথী

খুকির সাথে দিনরাত চলে মাতামাতি।

একসাথে খেলে দোহে একসাথে ঘুম

আদর সোহাগে ভরে দেয় কতো চুম।

পুতুলের বিয়ে দেয় চলে যাবে দূরে

কতোকী আয়োজন গোটা বাড়ি জুড়ে।

কতো দিন চলে যায় কতো রাত ছেড়ে

পুতুলটা রয়ে যায় খুকি উঠে বেড়ে।

সেই কথা পড়ে মনে চুপিচুপি হাসে

খুকির মনে আজ পুতুলটাই ভাসে।

জীবনটা যেন এক পুতুলের খেলা

সময়ের হাত ধরে ভেসে যায় ভেলা।

বিষয়: বিবিধ

৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File