বৃক্ষ এবং ফুলেরা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৯, ০৫:৩৯:৪৭ বিকাল



একটা ফুল সাদা

আরেকটা ফুল লাল

দুটোই ছড়ায় সুবাস

প্রিয় চিরকাল।

একটা ফুল দোলে

আরেকটাও দোল খায়

বৃক্ষ কেবল মুগ্ধ হয়ে

ফুলের পানে চায়।

একটা ফুল হাসে

আরেকটাও তায়

ফুলের সাথে বৃক্ষ হৃদয়

কেবল হাসতে চায়।

একটা ফুল গুণগুণ

আরেকটাও গায়

বৃক্ষের জড়ায় ফুলের সাথে

মায়া মমতায়।



বিষয়: বিবিধ

৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File