নয়া গণতন্ত্র
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জানুয়ারি, ২০১৯, ০৪:২০:৩০ বিকাল
গণতন্ত্র কমকম উন্নয়ন বেশী
কম দামে ফার্ম খাও ভুলে যাও দেশী।
রড নেই বাঁশ আছে খসে পড়ে ভবন
মিডিয়ার ইস্যু তবু তরকারীর লবন।
তারকার মেলা বসে রাজনীতির হাঁটে
ক্ষমতার পদতলে দিনরাত চাটে।
রাত হলে টকশো বেশ্যার দল
মাল খেয়ে টাল হয়ে ছেড়ে দেয় মল।
ভোট শেষে গণরেপ চুপ নারীবাদ
তেতুলের ইস্যু পেলে আহা বড় স্বাদ।
বুদ্ধিজীবি মোচওয়ালা ধরে তার কলম
তেলা মাথা খুঁচে দিয়ে লাগায় মাল মলম।
যেমন খুশি তেমন সাঁজো গাও গুণগান
গৃহাপালিত বিরোধী দল উন্নয়নের প্রাণ।
রাতে সিল দিনে ভোট তরিকাটা দেশী
গণতন্ত্র কমকম উন্নয়ন বেশী।
বিষয়: বিবিধ
৬৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিডিয়ার ইস্যু তবু তরকারীর লবন।
তারকার মেলা বসে রাজনীতির হাঁটে কি দারুন কথা গুলো সবই অবৈধ সরকারের অবদান ধন্যবাদ আপনাকে
যাইহোক সুন্দর তুলে ধরেছেন ডিজিটাল বাংলাদেশের চরিত্র
মন্তব্য করতে লগইন করুন