টুনটুনি গুনগুনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৯, ০৬:৩৯:৪৩ সন্ধ্যা
বাহার মামার নতুন জামা
পেয়ে খুশি টুনটুনি
চুলের নেণী বাঁধতে বাঁধতে
গাইছে গান গুনগুনি।
ঈদ চলে যায় নিভৃতে আর
পৌষ, পার্বণ মাসে
ছেড়া জামায় মলিন মুখে
সুদিন না আসে।
রোহিঙ্গা ক্যাম্প বাস্তুচ্যুত
অভাগাদের ভীড়
শিশু-বৃদ্ধ গাদাগাদি
টিকে থাকার নীড়।
সেই নীড়েরই পাখি এক
টুনটুনি তার নাম
বাহার মামার নতুন জামায়
জাগল খুশির বান।
বিষয়: বিবিধ
৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন