চাইছি তোকে আমি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জানুয়ারি, ২০১৯, ০৫:২০:৪১ সকাল



আমি গুম হয়ে যাই রোজ পাইনা অতল তল

তোকে ভাবলে মন তোলপাড় এমন কেন বল

তুইকী যাদুর কাঠি মন্ত্র করলি নাকি

তোকেই ভেবেই রাত্রি পার নেইতো আর বাকি।

কাটছেনা সময় আর স্থবির সবকিছু

নাওয়া খাওয়া চাওয়া পাওয়া সবই তোর পিছু

ভাবছিনা কিছু আর ঘুরেফিরে তোর ছবি

সপ্তাহে সাতদিন শনি থেকে রবি।

যাচ্ছি ভেসে যাচ্ছি ফেসে যাচ্ছি গোল্লায় রোজ

পুড়ছি জ্বরে সন্ধ্যা ভোরে নিচ্ছি তবু খোঁজ

অনেক দূর জানি তবুও ভাবছি খুব কাছে

তোকে চাইছি আমি যেমন জল চাইছে মাছে।

বিষয়: বিবিধ

৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File