বৈরী হাওয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জানুয়ারি, ২০১৯, ০৬:২৯:৩৪ সন্ধ্যা
ভোটতো গেছে জোটটাও যাবে
রইবে বাকী কী?
হামলা, মামলা শুরু হলে
কোথায় পালাবি?
শীতের শুরু হবার আগে
কম্বলে দে তা
বৈরী হাওয়া দিলে ধাওয়া
রক্ষা পাবিনা।
কাজ হবেনা সুতি কাপড়
চটের বস্তা নে
পিঠের উপর আলতো করে
দে বিছিয়ে দে।
থেমেথেমে হুক্কাহুয়া
জয়বাংলা হাঁক
ন্যুনতম ত্রিশ বছর
বনজঙ্গলে থাক।
ফিরবি আবার বীরের বেশে
শুদ্ধ হয়ে আয়
ধীর বাঙ্গালী নিদ্রা ফেলে
জাগবে তখন তায়।
বিষয়: বিবিধ
৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন