নির্বাচন একাদশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৬:২২ বিকাল
বিজয়ের মাসে এই পরাজয়
হচ্ছে মনো ক্ষয়
আসছে যে দিন কেমন যাবে
ভয় কেবলই ভয়।
যা হবার তা হয়েই গেছে
মন করোনা ভার
ঘোড়ার ডিমে তা দিলেতো
বাচ্চা হয়না আর।
পাঁচটা বছর টেনেও যদি
দশ বছরে যায়
হতাশাটা ঝেড়ে নিও
আশা ছাড়তে নাই।
বিষয়: বিবিধ
৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন