ডিগবাজ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭:০৬ দুপুর



চাচা যখন এসেই গেছে

চিন্তা কী আর ভাই

দেখুন এবার কেমন মজার

ডিগবাজিটা খায়।

সকাল বেলা 'হা' ছিল যা

বিকেল বেলা 'না'

সন্ধ্যে বেলা উল্টে আবার

'হা' বলেছি 'হা'।

চাচী বলে অনেক হল

দুষ্টু আমার বর

রাত হয়েছে খেতে আসো

খাঁটি দুধের সর।

সর খাবনা মধু খাব

মধু খাবনা সর

মাঝরাতে আর কী খেতে চায়

চাচীর মনে ডর।

জিগাবাজি এক দিয়ে চাচা

খুলল সদর দ্বার

চাচীর সাথে দিন কাটেতো

রাত কাটেনা আর।

বিষয়: বিবিধ

৫৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386294
০২ জানুয়ারি ২০১৯ বিকাল ০৪:৪৯
নীলের কাছে লিখেছেন : চমৎকার স্বরুপ বিশ্লেষণ।
০৩ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:২৫
318182
বাকপ্রবাস লিখেছেন : জাতির ইতিহাসে চাচাদের জোট মীরজাফরদের খাতায় লেখা থাকবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File