মুক্ত দেশ মুক্তির পণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:২৩:২৮ দুপুর
তোমার ছেলে ভয় পায়না, 'মা',
ভয় জানেনা
তোমার ছেলে জেল জুলুমে
হাল ছাড়েনা।
বুলেটে বুক বিদ্ধ হোক
বিদ্ধ হোক
ভয় আতংকে ঢাকবেনা সে
বিবেক, চোখ।
গণতন্ত্র, ন্যায়ের শাসন
আনবে ফিরে
তোমার ছেলের শপথ এবার
দেশকে ঘিরে।
ডিসেম্বরের ৩০ তারিখ
আঠার সন
ভোট, ব্যালটের মুক্তি হবে
এটাই পণ।
শেকল ছিড়ে মুক্ত হবে
দেশটা আবার
দেখে নিও জয় হবেই
আম জনতার।
বিষয়: বিবিধ
৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন