ভোট কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:২২:৩৪ দুপুর
-১-
সবাই যখন ভোটের মাঠে
দিচ্ছে সবার মত
আমার ভোটে প্রাধান্য পাবে
রাষ্ট্র মেরামত।
-২-
কাকে দেব ভোটটা এবার
কার কতো গুণ
হিসেব করি দশ বছরে
৩৮ হাজার খুন।
-৩-
ভোটটা এবার কাকে দেবেন
ভেবে দেখুন মামা
একটু ভাবুন ভল্টের সোনা
কে করে দেয় তামা।
-৪-
১৫০০ হাজার কোটি টাকা
শেয়ার বাজার লুট
নিজের কাছে প্রশ্ন করুন
কাকে দেবেন ভোট?
-৫-
রিজার্ভ চুরি ৮০০ কোটি
যে নিলনা দায়
তাকে কী আর লুট করার
ভোট দেয়া যায়?
বিষয়: বিবিধ
৫৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারও কথায় নাচি না
শেখ মুজিবের পরে এখন
নেত্রী আমার হাসিনা
৩০ তারিখ সারাদিন
নৌকা মার্কায় ভোট দিন
শেখ হাসিনার দুই নয়ন
বাংলাদেশের উন্নয়ন
শেখ হাসিনার উদ্যোগ
ঘরে ঘরে বিদ্যুত
মুখে মধু মনে বিষ
ইহার নাম ধানের শীষ
এক মুজিব লোকান্তরে
লক্ষ মুজিব ঘরে ঘরে
হাসিনা তুমার ভয় নাই
আমরা আছি লাখো ভাই
শেখ হাসিনার সালাম নিন
নৌকা মার্কায় ভোট দিন
মুখ ঢেকে পেতো লাজ
তার কন্যার অত্যাচারে
কপাল জুড়ে থাকতো ভাজ
মন্তব্য করতে লগইন করুন