হায় বেচারা!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৪:৪২ বিকাল
অঞ্জনাতো দিল ধোঁকা
মনিরখান কাঁদে
মনের দু:খে গান ছেড়ে তায়
রাজনীতিরই ফাঁদে।
বৃথা জীবন জলাঞ্জলি
দু:খ বোঝায় কারে
স্বাদের ভোটে সিট পেলনা
রাজনীতিটাও ছাড়ে।
কোথায় যাবে মনির খান
কোথায় যাবে আর
বুকের ভেতর তুষের আগুণ
কেবল তোলপাড়।
বিষয়: বিবিধ
৫১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন