.....খেলা.....

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ নভেম্বর, ২০১৮, ০৬:৩৫:৩৮ সন্ধ্যা

নির্বাচনের ফাঁকা মাঠে

গোলপোষ্টও নাই

বদু কাকা ভেবেই মরে

হবে কী উপায়।

হুদা কাকার মামলা ঝুলে

তারও খেলা চায়

সাত বছরের জেলের ঘানি

নামল চারে তায়।

হুমু কাকার খেলার ধরন

সেতো সবার জানা

কাকার সাথে খেলবে কাকি

কে করেছে মানা।

খেলল সবাই নয়েছয়ে

চৌদ্দ গোল শেষে

কী আনন্দ কী আনন্দ

সারা বাংলাদেশে।

প্রিন্ট মিডিয়া মিষ্টি খেল

ফুটলো আতসবাজী

এমন খেলার গুণগানে

জীবন দিতে রাজি।

প্রগতিশীল গেয়ে দিল

এমনইতো চাই

দেখতে কানা বলতে মানা

ভাগের কলা খাই।

বিষয়: বিবিধ

৫১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386143
২০ নভেম্বর ২০১৮ রাত ০৮:৫০
হতভাগা লিখেছেন : ফাঁকা মাঠে গোল দেবে - তাই নায়ক নায়িকারাও নামছে
386148
২১ নভেম্বর ২০১৮ দুপুর ১২:৫২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাগের কলা একা খায়েন না Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File