মিটু হিটু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ নভেম্বর, ২০১৮, ০২:৫৯:৪৯ দুপুর
আমার নাম মিটু
আমি একটা কবিতা বলব
কবিতার নাম হিটু।
এক ছিল এক ধনী
টাকা পয়সার পাহাড়
বলল আমায় মণি
সোনামণি আমার।
হাত লাগল গায়ে
ভয় দেখালো আরো
নুন ছিটালো ঘায়ে
সুন্দরী বউ তারো।
ভয়ে ছিলাম আর
লোক লজ্বাও ছিল
সেটাই অস্ত্র তার
সুযোগটাও নিল।
সময় এখন হল
মুখোশ খোলার পালা
মিটুর জোয়ার এল
হিটু লুইচ্যা শালা।
বিষয়: বিবিধ
৬২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন