তেতুল সমাচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ নভেম্বর, ২০১৮, ০২:৩৪:২৬ দুপুর

তেতুল গাছে থোকায় থোকায়
পাকা তেতুল ঝুলে
রসরসে টসটসে
লবণ মরিচ ছুলে।
তেতুল কখন টক
কখন তেতুল মিষ্টি
তেতুলের স্বাদ পেতে
হলে চাই দুরুদৃষ্টি।
কালকে যারা তেতুল বলে
তিড়িং বিড়িং নাচছে
আজকে দেখ কেমন মজা
তেতুল চুষে খাচ্ছে।
কিছু তেুতল ধরে গাছে
থাকে ঝুলেঝুলে
কিছু আবার জাত খাবে
সেই তেতুল ছুলে।
পাড়ার হুজুর মুচকি হাসে
কানে কানে কয়
তেতুলে তার কিঞ্চিৎ টান
কিন্তু বেশী নয়।
বিষয়: বিবিধ
৮১৯ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কালকে আবার বিরোধ বেঁধে মান যায় যায়.
সকাল বেলা দিল ফাঁসি দেশদ্রোহী বলে,
ই.ব্যাংক পুরস্কৃত করল ফাঁসি দাতাকে
২০১৩ তে যে হেফাজতকে মতিঝিল থেকে বিশাল প্যাঁদানি দিয়ে খেদিয়ে দিয়েছিল আওয়ামী লীগ , সেই হেফাজতকেই গতকাল খুব সাদরে ডেকে নিল নির্বাচনের প্রাক্কালে।
২০১৩ তে শফিকে তেতুল হুজুর বলেছিলেন শেখ হাসিনা আর এখন হেফাজত হাসিনাকে 'কওমী জননী' উপাধি দিয়েছে।
সামনে নির্বাচন, তাই সংখ্যাগরিষ্ট মুসলমান ও তাদের ধর্মীয় নেতাদের হাতে রাখতেই হবে । এসময়ে রাম-বাম থাকবে একটু সাইডে। ভারতও এটাতে সায় দেবে - কারণ নির্বাচনে জেতা বলে কথা ।
নির্বাচনে জেতার অব্যহতি পরেই হেফাজতকে আবারও বেদম মাইর দেবে আওয়ামী লীগ এবং রাম-বামও তখন লাথি মারা শুরু করবে।
মন্তব্য করতে লগইন করুন