আমি কী একটা প্রশ্ন করতে পারি?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:২৭:৪৬ বিকাল





দুইটা অস্ত্র তার

একটা তার নিজের জানি

অন্যটা তবে কার?

পুলিশের কাছে গিয়েছিলাম

জানো তুমি কিছু?

দুষ্টু বলে কানটা মলে

ধাওয়া নিল পিছু।

কে দিল তাকে

এমন ভয়ানক অস্ত্র

যার গরমে খসে পড়ল

খোদ গতরের বস্ত্র।

কে দেবে তার জবাব

প্রশ্ন জমে হচ্ছে পাহাড়

উত্তরের যে অভাব।

বিষয়: বিবিধ

৭২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386072
২৮ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লা জবাব..!!ধন্যবাদ..
২৯ অক্টোবর ২০১৮ সকাল ১১:৪৫
318047
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ মুরুব্বি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File