এমবিএস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ অক্টোবর, ২০১৮, ০৪:৩৪:০২ বিকাল
মাত্র ছাব্বিশটা অক্ষর
তিনটাতে ঢুকে গেছে ভয়
এই বুঝি রুটিরুজি বন্ধের
উপক্রম হয়।
যেদিকে তাকাই
চারপাশে দামামা যুদ্ধ
ঘরে বাইরে বিশ্ব
হয়ে আছে ক্রদ্ধ।
নিশানায় জোয়ান বুড়ো
শিশুটাও কী পারছে?
টনেটন বোমা মেরে
তাকেওতো মারছে।
এমবিএস
ক্ষেপাটে ষাড়
যাকেতাকে গুতো মারে
তেড়া এক ঘাড়।
বিষয়: বিবিধ
৭৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন