সুযোগ সন্ধানী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ অক্টোবর, ২০১৮, ০২:৩৩:৫০ দুপুর



সামনে যখন নির্বাচন একটা কাজ কর

তিড়িং বিড়িং নেচে একটা জোট ধর।

টানবে তোমায় ওরা দুই মেরুর দল

ভাবটা যেন থাকে কঠিন মনোবল।

শর্ত দেবে জুড়ে ভাগটা আগে চাই

চুদুর বুদুর হলে তবে তুমি নাই।

বুকে টানবে ওরা সব দেব'রে আয়

উজাড় করে দেব যদি তোকে পাই।

আসন চাইবে দেড়শ আশ্বাস পাবে এক

সেটা ধরার আগে ধরতে হবে জ্যাক।

নির্বাচনের পরে দেবে তুমি ঘুম

সরকারী দল হলে পাবে কুসুম ওম।

বিরোধী জোট হলে ক্ষতি কী আছে

চুনোপুটি নিয়ে কেউকি আর নাচে?

বিষয়: বিবিধ

৫৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386018
১৬ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:০৮
আমি আল বদর বলছি লিখেছেন : আপনি নিজেও একটা জোট ধরতে পারেন

ফায়দা হবে আশা করি
১৬ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০৬
318024
বাকপ্রবাস লিখেছেন : বহুত ফায়দা তবে এনার্জি পাইনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File