ব্রেকিং নিউজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ অক্টোবর, ২০১৮, ০৪:২০:৩১ বিকাল
ব্রেকিং নিউজ হ্যাকিং ছিল অবশেষে বুঝলাম
আসল নিউজ পাবো কোথায় মাথা খুঁড়ে খুঁজলাম।
টকশো বলে আর জমেনা আসতো যারা আগে
রয়েসয়ে চুপসে আছে পারলে বিদেশ ভাগে।
পত্রিকাতে লিখছে যারা কেন্দ্র রেখে ঠিক
ইনিয়ে বিনিয়ে ঘুরপাক খায় তেলের শিশির দিক।
নিউজ শুনি উন্নয়নের চ্যানেল ঘুরে ঘুরে
সব নিউজই গড়পড়তা গাইছে রাজার সুরে।
ব্রেকিং নিউজ হ্যাকিং ছিল মেনে নিলাম শেষে
আসল নিউজ পাবো কোথায় হীরক রাজার দেশে।
বিষয়: বিবিধ
৬৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্রেকিং নিউজ কোনটা সেটাই জানতে চাই
এত এত নিউজ আসে একটার পর একটা
এ বলে তো আমায় দেখ ও বলে আমারটা
মন্তব্য করতে লগইন করুন