ফাঁকিবাজ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ অক্টোবর, ২০১৮, ০১:৪৬:৩৩ দুপুর



গান আমি গাইতে পারি কিন্তু আমি গাইনা

গান আমার শুনুক সবা্ই সেটা আমি চাইনা।

নাচটাও পারি বটে তায় বলে নাচিনা

বউ বলে হায় মরন ঢং দেখে বাঁচিনা।

ছবি আঁকা এতো সহজ তবুওতো আঁকিনা

কন্যা খুলে ড্রয়িং খাতা তখন আমি থাকিনা।

অংকে ভাল ছিলাম তবে পড়ালেখায় মানবিক

বিজ্ঞানটাও বুঝি ভাল সহজ সরল স্বাভাবিক।

ছেলে বলে বাবা এসো বুঝিয়ে দাও পড়াটা

একটু দাঁড়া তার আগে শেষ করি ছড়াটা।

আমি নাকি সব কাজ ছুতো ধরে রাখি আজ

পরিবারের কাছে তায় নাম্বার ওয়ান ফাঁকিবাজ।

বিষয়: বিবিধ

৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File