সময় এর সিদ্ধান্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৮, ০১:৪৩:৪৯ দুপুর

আমার চাওয়া না চাওয়ায় কারো কিছু যায় আসেনা
ঠিক যেমন পাওয়া না পাওয়ায় নেই কারো হাত
জানালা খুলে কেনইবা হাস্নাহেনা আর হাসেনা
কেনইবা, কার ওমে অঘোরে ঘুমায় মাঝ রাত।
সেইসব নিয়ে আমার আজকাল কোন মাথাব্যথা নেই
এমন আরো অনেক কিছুই ঝেড়েঝুড়ে নির্মোহ কাল
আমি জানতাম, আরো জানতাম অন্ধকার দিন আসবেই
পলেস্তারা খসে পড়বে আর উঠে আসবে গাছের ছাল।
সেই সময়টা ঠিক এখনই আর পেয়ে গেছি সেই জবাব
যে প্রশ্নটা প্রশ্ন ছিলনা কভূ ছিল শুধু সময়ের অপেক্ষায়
এখন আমার সেই ক্রান্তি-কাল ঘিরে আছে চতুর্মূখী
সে প্রস্থান স্বার্থক ছিল একশত আশি ডিগ্রীতে ঘুরে যাওয়া উপেক্ষায়।
বিষয়: বিবিধ
৭৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন