তেঁতুল বন্দনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ অক্টোবর, ২০১৮, ০৩:০২:২৪ দুপুর
হজমে গোলমাল যদি থাকে রোজ
চিকিৎসায় নিতে পার তেঁতুলের খোঁজ
তেঁতুলে পাবে তুমি ভিটামিন সি
আরো আছে ভিটামিন ই এবং বি।
হার্ট রাখে চাঙা আর সতেজ সবল
কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা প্রবল
বুদ্ধিও জ্ঞান বাড়ায় জেনে রাখ শুনে
স্মৃতিশক্তি বেড়ে যাবে তেঁতুলের গুণে।
তেঁতুল খেতে পারো ওজন হ্রাসে
তায় বুঝি নারীরা তেঁতুল ভালবাসে
তেঁতুলের প্রেমে তায় গায় গুণগান
তেঁতুল খাও সবে খুলে মন প্রাণ।
বিষয়: বিবিধ
৬৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন