আমার আল্লায় করব তার বিচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ অক্টোবর, ২০১৮, ০২:৫২:২০ রাত
শর্ত ছিল সাক্ষী ছিলনা
আইন আদালত পক্ষ নিলনা
মামলা ঠুকে দিয়েছিলাম তবু
ডিমান্ড ছিল রিমান্ড দিলনা।
বিচারকের বয়েস সবে আট
আসামী তার সূত্রে মায়ের জাত
উকিল আমার সবে পড়ল চারে
চুল টানে বসে বাবার ঘাড়ে।
কথা ছিল শনি, সোম, বুধ
শুক্র সহ ভাগে আমার চার
কবে নেব চরম প্রতিশোধ
ধুত্তারি ছাই ভাললাগেনা আর।
ঘুরে ফিরে ওরা তিন জোট
মশারিটা ঠিকই আমার ঘাড়ে
টাঙ্গিয়ে গেলাম সপ্তাহে দিন সাত
দুঃখের জীবন আর পারিনারে।
বিষয়: বিবিধ
৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন