মনেমনে বিড়াল পুষি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৬:২৪ দুপুর



বিড়াল আমার রাগ করেছে

মুখ করেছে ভার

যতই তাকে আদর করি

ঘুরিয়ে রাখে ঘাড়।

কী খাবি বল কোর্মা, পোলাও

টেংরা, পুটি, কই

চাইলে তোকে এনে দেব

রশমালাই, দই।

কী হয়েছে বলনা শোনা

কী হয়েছে বল

চুপটি মেরে রইলি পরে

চোখের কোনে জল।

বিদেশে আর ভাললাগেনা

দেশে যাবি তায়

দেড়টা বছর পার হয়ে যায়

ছুটির দেখা নাই।

পড়ছে মনে দেশের কথা

নাকি অন্য কিছু

এবার বিড়াল লেজটা নাড়ায়

ঘাড়টা করে নিচু।

ঠিক বুঝেছি দুষ্টু বিড়াল

কিসের এতো রাগ

আর কটা দিন সবুর করে

চুপটি মেরে থাক।

বিষয়: বিবিধ

৭৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386015
১৫ অক্টোবর ২০১৮ রাত ০৯:৩১
আমি আল বদর বলছি লিখেছেন : টুডে ব্লগে দেখি আপনার কবিতা রাজ করছে দাদা

বাহ
১৬ অক্টোবর ২০১৮ দুপুর ০২:১৭
318022
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা
শুভেচ্ছা Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File