পঞ্চ ইন্দ্রিয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২০:১৯ দুপুর
ওরা পাঁচ ভাই
মিলেমিশে রয়
সুখে যেমন হাসে
দুঃখে বেজার হয়।
চোখ দিয়ে দেখে
দেখে গোটা বিশ্ব
বিশাল খোদার জগৎ
কত রকম দৃশ্য।
কান দিয়ে শোনে
কথা সুর ও গান
প্রকৃতির মধুর ছন্দ
জুড়ায় মনোপ্রাণ
নাক দিয়ে দম
চলে অবিরত
খোদার রহমতে
হইযে তায় নত।
ত্বকের আবরনে
ঢেকে রাখে দেহ
রোদ, বৃষ্টি বাদল
নাগাল পায়না কেহ।
জিহ্বা গুণে স্বাদ
খাচ্ছি যতো খাবার
টক, মিষ্টি, ঝাল
পাচ্ছি তিতা আবার।
ওরা পাঁচ ভাই
মিলেমিশে থাকে
দেহ মন সদা
সুস্থ্য সবল রাখে।
বিষয়: বিবিধ
৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন