ভাবছি এবার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫:৩২ দুপুর
ভাবছি এবার
=-=-=-=-=-=
ভাবছি এবার আকাশ হব
বাতাস হব, ঋতু
আর রবনা ভিতু।
শাপলা হব, পদ্ম হব
রোদও হতে পারি
ফিরবনা আর বাড়ি।
মাছ হব, গাছ হব
পাতা হব, ফুল
সকাল হব, সন্ধ্যা হব
বৃক্ষ শাখা, মূল।
ভাবছি এবার পাখী হব
পালক হব, হতেও পারি বন
যদি পারি মানুষ হব
নরম কোমল মন।
বিষয়: বিবিধ
৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন