দুঃখ বিলাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৮:০১ বিকাল
আমার চাই তুমি
তোমার ভরসা
দ্বন্দ মাঝে অবশেষে
তুমুল বরষা।
মেঘে মেঘে কান্না
বললে তুমি আর না
আবেগ দিয়ে প্রেম চলে
জীবন দেবে ছাড় না।
এলো যখন বোধ
দারুণ প্রতিশোধ
দারিদ্রতা বিধল বুকে
বাড়লো দ্বিগুণ ক্রোধ।
চাইনা তোমায় আর
আর দিওনা ছাড়
না পাওয়া এক দুঃখ নিয়ে
হোকনা জীবন পার।
বিষয়: বিবিধ
৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন