কাঙ্গাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৬:৫০ দুপুর
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই
যেখানে যাই যেদিক তাকাই
তোমাকেই যে দেখিতে পাই।।
তোমার রূপের একি বাহার
এই সমতল এই যে পাহাড়
পাহাড় মাঝে ঝর্ণাধারা
নদী এসে সাগরে মেলায়।
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই।।
তোমার গুণের নাই সীমানা
সর্বখানে পাই ঠিকানা
আসমান জমিন ভেবে না পাই
সবখানে তুমি কোনখানে নাই।
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই।।
দুনিয়াদারী নয়তো দামি
তোমার প্রেমে মজনু আমি
কোন পথে যাই কিভাবে যাই
সব পথেইযে তোমাকে পাই।
সন্দেহ নাই, সন্দেহ নাই
নাইযে কোন সন্দেহ নাই
তোমার প্রেমে কাঙ্গাল আমি
তাতে কোন সন্দেহ নাই।।
বিষয়: বিবিধ
৫৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন