গুপ্ত ধন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৬:৫০ সন্ধ্যা



শোন বলিরে পাগল মন

জঙ্গলে এক গুহা আছে

পাবি গুপ্ত ধন।।

গুহার মুখে সর্প বাস

কলা কানুন না জানিলে

হবে সর্বনাশ।

ভিতর যাবি বাহির হবি

রসেরসে মজা পাবি

এমন মজা আর ছাড়েনা

ফুুরাইলেও ক্ষণ।

পাবি গুপ্তধন।।

গুহার ভেতর সুড়ঙ্গ এক

পাবিনা তার তল

ক্ষণেক্ষণে দিনগুণে

ছাড়ে লাভাজল।

গুহার ভেতর নাই আলো

দেখবে যদি মোম জ্বালো

মোম ফুরালে চুুপটি মেরে

থাকরে কিছুক্ষণ।

পাবি গুপ্তধন।।

বিষয়: বিবিধ

৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File