মশা যুগল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৬:১২ রাত
একটা মশা ডাকছে আয়
একটা মশা যাচ্ছেনা
একটা মশা চুষে খায়
একটা মশা খাচ্ছেনা।
একটা মশা গাইছে গান
একট মশার অন্য ধ্যান
একটা মশার রক্ত পান
একটা শুধু প্যানর প্যান।
একটা মশা বসলে গালে
একটা থাকে পাহারায়
একটা মশা হুল ফুটালে
একটা ডাকে চল যাই।
দু'টো মশা ঘর জুড়ে
ছিল দোহে রাতভর
সাত সকালে গেল ওড়ে
ফুলের টবে বাঁধল ঘর।
বিষয়: বিবিধ
৬৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন