বান্দরের পরকাল দর্শন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৫:১৬ রাত



লাল বান্দরের শখ হল

স্বর্গে যাবে সে

স্বর্গে বসে ভাল ভাল

খাবার খাবে যে।

সঙ্গে তার স্বঙ্গ দেবে

হুর পরীর দল

গেলাশ ভরে শরাব খাবে

আর খাবেনা জল।

সিরিয়াল দেখে রাত কাটাবে

দিন কাটাবে ঘুমে

বাঘের কানে পটকা ধরে

ফাটাবে সে ধুমে।

গাছেগাছে ঝুলবেনা আর

ঠ্যাঙ্গের উপর ঠ্যাং

কাকড়া ধরে আর খাবেনা

খেতে পারে ব্যাং।

ধার ধারেনা স্বর্গ নরক

ঘুরবে আগাগোড়া

খুব আনন্দে ঘুরেঘুরে

দেখবে মানুষ পোড়া।

আজগুবি সব স্বপ্ন গুলো

মরা ডালে শুইয়ে

ধড়াম করে পড়ল শেষে

গাছের গোড়ায় নুইয়ে।

আর যাবেনা স্বর্গে বানর

মর্তে আছে বেশ

মানুষ গুলো শূন্য হলেই

দারুণ পরিবেশ।

মারামারি হানাহানি

সব তাদেরই কাজ

নরক জুড়ে মরছে পুড়ে

দেখে এলাম আজ।

বিষয়: বিবিধ

৭১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385853
১৭ সেপ্টেম্বর ২০১৮ রাত ০১:০২
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১৭ সেপ্টেম্বর ২০১৮ রাত ০১:১০
317938
বাকপ্রবাস লিখেছেন : টুডে ব্লগ আমার নোট খাতা তায় পোষ্ট করি, এখানে কেউ কমেন্ট করে অনেকদিন পর দেখলাম। ধন্যবাদ রইল কিন্তু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File