শূন্যতা এক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৩:৩০ রাত



যা হবার তা হয়েই গেছে

নয়তো কারো হাত আছে

কান্না ছাড়া, ছন্ন ছাড়া এক

জীবন আছে।

এক জীবনে হয়না সবার

সয়না সবার এমন আছে

এমন জীবন হয়কি সবার

চূর্ণতা এক, শূন্যতার এক

জীবন আছে।

হয়তো জীবন তুচ্ছ নয়

গভীর কোন অর্থ আছে

এমনতো নয় সবার এমন

অপূর্ণতা বা ব্যর্থতার এক

জীবন আছে।

বিষয়: বিবিধ

৬১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File