দুর্জয় ভেদ (সনেট)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৪:৩৩ দুপুর



নিজেকে আড়াল করে কী এমন সুখ

খোঁজে পায় লজ্বাবতী; শামুক যেমন

খোলশে গুটিয়ে রাখে নিজেকে তেমন

লজ্জা আবরণে ঢেকে রাখ দেহ মুখ।

নদীর জলের মতো ছলছল চোখ

গুলো আমার মনের ভেতর কেমন

যেন এক দ্বন্দ জাগে আর সেই মন

পেলাম কোথায় যার চিবুক উন্মুখ।

বিনা উন্মোচন সেই প্রহেলিকা তবু

সিমেন্ট বালির শক্ত জমাট গাঁথুনি

আমাদের সংসার; কৃতজ্ঞতা প্রভু

কিছু মানব রহস্য উন্মোক্ত রাখনি।

প্রিয়তমা সাধ্য নেই জানি তবু হায়

একবার যদি সেই ভেদ ছুঁতে পাই।

বিষয়: বিবিধ

৬০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File