বুকের ঝড় বাদল (সনেট)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ আগস্ট, ২০১৮, ০৩:৩৩:২৭ রাত
একবার পেলে তাকে শুধু একবার
প্রশ্নহীন কেটে যাবে ক্ষনিক সময়
পুনর্বার ঋদ্ধ হোক অলীক প্রণয়
জল নয় চোখে আর শুধু দেখবার।
বুকের কাঁপন ঝড় হোক ছাড়খার
হাতখানা যদি দাও আর কিছু নয়
দেবে নাকি প্রিয়তমা শুধু অনুনয়
বুকেতে চেপে রাখতে চাই আর বার।
তোমার প্রস্থানে নেই কোন অভিযোগ
তোমাকে চাই আবার তেমনও নয়
নেই আর হারাবার মিছে কোন ভয়
তোমাকে ভাবতে গিয়ে নয় রতি ভোগ।
আমায় কেবল বলে জেগে থাকা রাত
একবার যদি পার বুকে রেখ হাত।
বিষয়: বিবিধ
৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন