আক্ষেপ (সনেট)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ আগস্ট, ২০১৮, ০১:৫৪:১৭ রাত



চাইলেই ধরা যেত রয়ে গেল ক্ষত

ধরাতো হলনা হাত অগভীর রাত

বুঝেনা তফাৎ আর ঘাত প্রতিঘাত

লাগাতার মন মাঝে একতারা বাজে।

শরত কাশের মতো জোছনার মতো

নবিন ঘাসের মতো কুয়াশা প্রভাত

ধূয়াসার মতো মেঘ হটাৎ হটাৎ

আলো এবং আচ্ছন্নতা হৃৎপিন্ড খাঁজে।

শরীর খুঁজেনি মন দোলেছে শংকায়

দ্বিধা আর দ্বন্দ যত পোষা কবুতর

বাকবাকুম করেছে সকাল সন্ধ্যায়

অধরায় রয়ে গেলে হয়ে সুভঙ্কর।

ঘুরেঘুরে কুড়েমরে জেগে থাকা রাত

ছোঁয়াতো হয়নি কভূ নমনীয় হাত।

বিষয়: বিবিধ

৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File