ভয় (অণুগল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ আগস্ট, ২০১৮, ০৫:৩০:৩৭ বিকাল

ভালো বাসায় ভালবাসারা ছিলই ভাল। আনন্দ, হাসি, টুকটাক ঝগড়াঝাটি দিয়ে ভালই যাচ্ছিল। ঝড়তো আসবেই, সেটা প্রকৃতির নিয়ম। কিন্তু এমন ঝড়ের প্রত্যাশা ছিলনা সুমনার। একটা পরকিয়া সুমনাকে ছিটকে দিল ভাল বাসা থেকে। সে এখন একা কোন এক ঝুপড়ি ঘরে থাকে। সকাল সন্ধ্যা অপিষ করে। কিছু একটাতো করতেই হবে। অপিষের বড় বাবু বসন্তের গল্প শুনায় সুমনাকে। সুমনার ভয় আজকাল সব ঋতুতে।

বিষয়: বিবিধ

৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File