বিচ্ছেদের সুখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ আগস্ট, ২০১৮, ০১:৪৭:২০ দুপুর
একি ধাঁধায় জড়ালে আমায়
শূণ্যে মিলায় অংকের ভুুল
মন মানেনা, প্রাণ মানেনা
আঙ্গুল খোঁজে তোমার চুল।
একি মায়ায় জড়ালে আমায়
শূণ্যে মিলায় ছোখের ঘুম
দিন মানেনা, রাত মানেনা
শরীর খোঁজে তোমার ওম।
একি আঁধার দেখালে আমায়
চোখ মেললেই তোমার মুখ
আর কিছু নয়, আর কিছুতেই
পায়না জীবন খুঁজে সুখ।
একি নেশায় জড়ালে আমায়
কাটলে ঘোর যাও হারিয়ে
এইতো ছিলে একটু আগে
ডাকছো আমায় হাত বাড়িয়ে।
একি মোহে জড়ালে আমায়
ছুঁইয়ে দিয়ে জাদুর কাঠি
মরছি আমি দিক হারিয়ে
তুমি এখন অন্যের সাথী।
বিষয়: বিবিধ
৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন