একটি নিরাপদ ভোরের প্রত্যাশায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ আগস্ট, ২০১৮, ১২:৪৩:৪৪ দুপুর



পাখিরা ফিরে আসুক নীড়ে

পাখায় দিনের ক্লান্তি

বুকে, পালকে রোদের ঘ্রাণ

আরেকটা ভোরের প্রত্যাশা নিয়ে

পাখিরা ফিরে আসুক।

রাতের নিরবতা, জোৎস্নার জোয়ার

মৃদু হাওয়া, রূপসি চাঁদ, ভালবাসার ওমে

কেটে যাক আরেকটি রাত।

ভোরে মেতে উঠুক নতুন গানে

সুরে জেগে উঠুক প্রাণ

ধুয়ে যাক, মুছে যাক, নুইয়ে পড়ুক

যত অনিয়ম, কালো কুৎসিত।

পাখিরা ফিরে আসুক নীড়ে

স্বপ্নটা বুকে নিয়ে আগামীর।

-

উৎসর্গ : নিরাপদ সড়ক চাই এর ক্ষুদে আন্দোলনকারীদের প্রতি

বিষয়: বিবিধ

৭৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385740
০৫ আগস্ট ২০১৮ দুপুর ০১:২৪
রক্তলাল লিখেছেন : ওদেরকে পাকা আন্দলনকারী হিসাবে গড়ে তুলতে হবে। নাহলে বর্গীরা দেশ খাবে আর কেলাবে!
০৫ আগস্ট ২০১৮ দুপুর ০১:৩৪
317893
বাকপ্রবাস লিখেছেন : ওরাযে পথে নেমেছে সেটা কাউকে বলে দিতে হয়নি, সময় ওদের বলেছে পথে নামতে, আগামীতেও নামবে। আমাদের তথাকথিত বুদ্ধিজীবিদের ধরতে হবে সবার আগে, যারা পুরো জাতীতে মিসগাইড করে, তবেই আগামী প্রজন্ম পথ খুঁজে পাবে, না হলে তাদের ব্রেইন ওয়াশ হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File