একটি নিরাপদ ভোরের প্রত্যাশায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ আগস্ট, ২০১৮, ১২:৪৩:৪৪ দুপুর
পাখিরা ফিরে আসুক নীড়ে
পাখায় দিনের ক্লান্তি
বুকে, পালকে রোদের ঘ্রাণ
আরেকটা ভোরের প্রত্যাশা নিয়ে
পাখিরা ফিরে আসুক।
রাতের নিরবতা, জোৎস্নার জোয়ার
মৃদু হাওয়া, রূপসি চাঁদ, ভালবাসার ওমে
কেটে যাক আরেকটি রাত।
ভোরে মেতে উঠুক নতুন গানে
সুরে জেগে উঠুক প্রাণ
ধুয়ে যাক, মুছে যাক, নুইয়ে পড়ুক
যত অনিয়ম, কালো কুৎসিত।
পাখিরা ফিরে আসুক নীড়ে
স্বপ্নটা বুকে নিয়ে আগামীর।
-
উৎসর্গ : নিরাপদ সড়ক চাই এর ক্ষুদে আন্দোলনকারীদের প্রতি
বিষয়: বিবিধ
৭১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন