উন্মোক্ত দ্বার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৮, ০৫:৫৪:৩২ বিকাল
এতটা ছাড় দেবে কেন
মূল্য জীবন তুচ্ছ করে
বিনে দামে কে দিতে চায়
বাজার যখন উচ্চ দরে।
এতটা ভার নেবে কেন
পায়ের নিচে তল ছাড়া
কার এবং কিসের দায়
ভাসবে জীবন বলগা হারা।
এতটা জালে জড়াবে কেন
শেকলে কে জড়াতে চায়
খাচার দুয়ার রইল খোলা
মুক্ত পাখি উড়ে যায়।
বিষয়: বিবিধ
৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন