---- টান ----

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জুলাই, ২০১৮, ০২:৩৭:০৩ রাত



হাতের কাছে মনের কাছে ছিলে তুমি যখন

দাওনি ধরা সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাতে

অন্ধ ছিলাম হয়নি দেখা নিবিড় তোমার সাথে

চোখ ছিলনা মন ছিলনা বোধ ছিলনা তখন।

তোমার ছোঁয়া তোমার পরশ হয়নি রাখা যতন

তুচ্ছ ভেবে ছিলাম দূরে অবজ্ঞারই ভেলা

কী অপরূপ ছিলে তুমি কিযে অবহেলা

তিলেতিলে খাচ্ছি গিলে বিষ পেয়ালা এখন।

সব হারিয়ে আকাশ দেখি আটকে পড়া জালে

জন হারিয়ে মন হারিয়ে সোনার হরিণ ছুটে

দূর প্রবাসে ভাবছি বসে ভাবনার নেই শেষ

কী আপরূপ ছিলে তুমি ষড়ঋতুর কালে

স্বপ্ন দেখি কবে আবার তোমার ধুলো জুটে

ফিরব কবে তোমার বুকে পরানের বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File