আহা গণতন্ত্র

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জুলাই, ২০১৮, ১২:০১:০২ দুপুর

রানী মা ভাল তবে ক্ষেপে গেলে মন্দ

ছিড়ে চুল রেগে গেলে মনে মনে দ্বন্দ।

রাজা নেই রাজ্যে রানী মা'র দুনিয়া

সকালে ভাঙ্গে ঘুম গায় পাখী মুনিয়া।

দুপুরে লাঞ্চ করে তুলে পা সোফাতে

তেল মন্ত্রী দরজায় দাঁড়িয়ে সু হাতে।

দেখেও দেখেনা মুরগীর রান টা

চিবিয়ে খাড়া করে মগজের কানটা।

চোখ রাখে টিভিতে খবরের শিরোনাম

দিল্লী ঘুরে এসে ফুরফুরে হিরোখান।

গুম আর ক্রসফায়ার হল নাকি বন্ধ

ভল্টের সোনা গুলো ছড়ালোযে গন্ধ।

খাবারটা শেষ হলে ঢেকুর আসে পয়লা

কে আবার লুটে নিল পুকুরিয়ার কয়লা।

রেগেমেগে হনহন প্রেসারটাও বাড়ল

ভেবেছিল ঘুরতে যাবে ঘুমে চোখ কাড়ল।

লাল নীল স্বপ্নে ভাঙ্গে ঘুম রাত্রে

চিনচিন ব্যাথা এক যেন সারা গাত্রে।

তেল মন্ত্রী কোথা গেল রানী মা ডাকছে

কাজের বুয়া রওশন থেকে থেকে হাঁকছে।

তেল মাখে হাতে পায়ে মাথা আর চুলে

ম্যাসেজে রানীমার বুদ্ধিটাও খুলে।

রাতটা পার হলেই শুনবে কাল সকালে

আহা গণতন্ত্র মরে গেল অকালে।

বিষয়: বিবিধ

৬৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385678
২৫ জুলাই ২০১৮ রাত ০৯:৫৩
আবরার লিখেছেন : আহরে ! ভরে গেল দিলটা ।
২৬ জুলাই ২০১৮ সকাল ১০:৫৯
317881
বাকপ্রবাস লিখেছেন : রানীর সাথে আপনারও
আছে নাকি মিলটাRolling on the Floor
385682
২৬ জুলাই ২০১৮ সকাল ০৯:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আহা গণতন্ত্র!
এমন এক যন্ত্র
এখন এটা ফ্যাসিবাদের মন্ত্র।

(দীর্ঘদিন পর ব্লগে ঢুকলাম। ডোমেইন চেঞ্জ হওয়াতে আগের ওয়েভ এড্রেসে এক্সেস পাচ্ছিলাম না। আজকে একটি লিঙ্ক হতে পেয়ে গেলাম)।
২৬ জুলাই ২০১৮ সকাল ১১:০০
317882
বাকপ্রবাস লিখেছেন : আমি বাংলা লেখাটা এই ব্লগেই লিখি তায় লেগে আছি, কেউ লেখেনা, প্রতম পাতায় আমার লেখায় ভরে যায় হা হা হা
385684
২৬ জুলাই ২০১৮ সকাল ১১:০০
বাকপ্রবাস লিখেছেন : আমি বাংলা লেখাটা এই ব্লগেই লিখি তায় লেগে আছি, কেউ লেখেনা, প্রতম পাতায় আমার লেখায় ভরে যায় হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File