নিখোঁজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জুলাই, ২০১৮, ১১:২৯:৪০ সকাল
তোমাকে চাইনা আমি প্রেমটা কেবল ভোগায়
তোমাকে পাইনা আমি প্রেমটা দুঃখ জোগায়
সুখ যদি পাও তবে সুখী হয়েই থেকো
দুঃখগুলো যতন করে বাকসে তুলে রেখো
আমি নাহয় আড়াল হলাম স্মৃতির পরশ ছোঁয়ায়।
তোমাকে ছুঁইনা আমি পাপড়ি ফোটার কালে
একটা চুল নদী হয়ে হাসল তোমার গালে
হাত বাড়িয়ে গুটিয়ে নিলাম লাগছিলতো বেশ
তোমার চুলের মায়ার ভারে আমি নিরুদ্দেশ।
তোমাকে দেখিনা আমি সিগারেটের ধোঁয়ায়
তোমাকে খুঁজতে গিয়ে স্মৃতিরাও আজ কোমায়
তোমাকে রাখিনা আমি কাঁপন ধরা বুকে
তোমাকে পাইনা খুঁজে ঝাপসা আলোর চোখে
নেইতো কোথাও, কোথাও আর পাইনা খুুঁজে তোমায়।
বিষয়: বিবিধ
৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন